আবার শূণ্য থেকে শুরু করছি আমার নিজের ব্লগ!
আমার লেখা লেখির শুরুটা মূলত অনলাইনেই। Somewhereinblog.net নামের এই ব্লগটি দিয়েই আমার অনলাইনে লেখালেখির শুরু। ২০০৮ সালে প্রথম দিকে। এরপর ফেসবুকের সাথে পরিচয়। ফেসবুক নোটস এ লেখা ছিলো বেশ অনেক কিছু। এছাড়া আরও কিছু ব্লগে কিছুদিন করে লেখা হয়েছে।
তবে আমার সব লেখা সাধারণত আমার এই ওয়েব সাইটেই পাবলিশ করা ছিলো। এই মুহুর্তে তা আর নাই!
অনেকদিন থেকে লেখালেখিতে ফিরতে চাচ্ছিলাম; বলা চলে সেটার শুরু করতেই আবার সব কিছু শূণ্য করে নতুন করে শুরু করছি। সময়ের সাথে সাথে পুরাতন কিছু নির্বাচিত লেখা ও বই রিভিউ আবার এখানে শেয়ার করবো, ইন শা আল্লাহ।
কেন শূণ্য থেকে শুরু
এটা মূলত আমার ধ্যান-ধারনায় ব্যাপক পরিবর্তরনের কারণে। একটা সময় ছিলো যখন মোটামুটি সব বিষয় নিয়ে লিখতাম। সেটা চাই মুভি হোক, কিংবা কোন গান, কিংবা জীবন রিলেটেড কোন বিষয়।
২০১৭ এর শেষ দিকে এসে আমি ইসলামী জ্ঞানার্জনের চেষ্টা করা শুরু করি। তখন থেকে আমার অনেক চিন্তা-চেতনা-ধ্যান-ধারণা পরিবর্তন হতে থাকে।
অনেক কিছুই সাধারণ ভাবে লিখে যেতাম আগে; কিন্তু এখন বুঝি সেগুলি কত ভুল ছিলো। আর তাই নিজের ব্লগকে সাজাচ্ছি নতুন করে।
শূণ্য থেকে শুরু, ইন শা আল্লাহ ভালো কিছুই হবে এবার।
তাহলে কি থাকবে ব্লগে?
ব্লগে আগের মতই আমি আমার আইডিয়া, এবং বাস্তব জীবনে ঘটে যাওয়া ঘটনা লিখবো, ইন শা আল্লাহ। সাথে সাথে ব্যবসা-বানিজ্য ও আনুসাঙ্গিক কিছু বিষয়ে লিখবো।
তবে সব লেখাই হবে ইসলামী ধ্যান-ধারণার ভিতরে থেকে। আগে যেখানে বলে দিতে পারতাম ‘সফলতা অবশ্যম্ভাবী’ (নাউজুবিল্লাহ), এখন আর সেভাবে নয়, বরং অন্য কোন ভাবে তুলে ধরা হবে।
এটা কি ইসলামী ব্লগ হয়ে যাবে?
না, আমি কোন আলেম নই। তাই আমার লেখাগুলিকে ইসলামী ব্লগ বলে চালিয়ে দেবার কোন সুযোগ নাই। তবে হ্যাঁ; আমি ইসলামের ভিতরে থেকেই লেখার চেষ্টা করবো। বাকিটা আল্লাহর হাতে।
আমার আরও লেখা পড়তে পাবেন এখানে।